ইন্দুরকানীতে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধর

পিরোজপুর প্রতিনিধি:- মোঃ নুর উদ্দিন শেখ ২৫- জানুয়ারি ২০২২ পিরোজপুরের ইন্দুরকানীতে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় -২জন কে পিটিয়ে মারাত্মক জখম করেছে ইয়াবা কারবারিরা । আহতরা হলেন স্থানীয় সিরাজুল সিকদারের ছেলে মোঃ রাসেল শিকদার ও জুরুল সিকদারের ছেলে মোঃ সোহেল শিকদার। গত বুধবার ১৯-জানুয়ারী সন্ধ্যায় উপজেলার চারাখালী গ্রামের গোডাউনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় মিজান খানের নেতৃত্বে খাইরুল খান রবিউল খান বেলাল খান সহ একটি সঙ্ঘবদ্ধ চক্র দীর্ঘদিন যাবত ইয়াবা,গাজা সহ বিভিন্ন ধরনের মাদকের কারবার করে আসছে। তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একাধিক মাদকের মামলা রয়েছে । আহত মোঃ রাসেল শিকদার ও সোহেল শিকদার তাদের এ কর্মকাণ্ডে দীর্ঘদিন যাবৎ বাধা প্রদান করে আসছিল।

 

আহত রাসেল শিকদার জানান, ঐ দিন তারা গোডাউনের সামনে হঠাৎ মিজান বাহিনী তাদের উপর হামলা চালায় এতে আমার ডান চোখে মারাত্মক আঘাত লাগে পরে আমাকে ও সোহেলকে বেধড়ক মারধর করে । আমরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলাম পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা রেফার্ড করে। বিষয়টি আমরা থানাকে অবহিত করেছি। তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে মিজানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান ,ব্যাপারটা আমরা অবহিত আছি , আহতরা উন্নত চিকিৎসার জন্য খুলনায় আছেন। চিকিৎসা শেষে তাদের অভিযোগের উপরে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।