রায়পুর কচি সংঘ  ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন: তারুণ্যের বিকাশ সাধনে কাজ করবে সংগঠন

ফটিকছড়ির অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন রায়পুর কচি সংঘ এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৩-২০২৫ ইং দু’বছর মেয়াদী ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেন সংগঠনের সভাপতি আহমেদ জোবায়ের এবং সাধারণ সম্পাদক নুরুল আলম ফাহিম। গত ২৬ সেপ্টেম্বর দুই নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত পত্রে কমিটি অনুমোদিত হয়।
তারুণ্যের বিকাশ সাধনের লক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে সক্রিয় সদস্যদের যথোপযুক্ত মূল্যায়ন করা হয়। সভাপতি আহমেদ জোবায়ের এবং সাধারণ সম্পাদক নুরুল আলম ফাহিম এর নেতৃত্বাধীন নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সিনিয়র সহ সভাপতি হিসেবে মোজাম্মেল হোসেন, সহ সভাপতি হিসেবে শিমুল চন্দ্র  মনোনীত হয়। তাছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাবেদ উদ্দীন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাসনাতুল করিম রাহি, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন সাকিব, সহ অর্থ সম্পাদক ওসমান আলী লাভলু, প্রচার সম্পাদক রবিউল হোসেন আকিব, সহ প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন, প্রকাশনা বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার নমঃ, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক তাসফিকুল ইসলাম নাহিন, দপ্তর সম্পাদক শাহদাত হোসেন দিহান, সহ দপ্তর সম্পাদক শাহিন বাবু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রবিন, সহ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাইদ নাহিদ, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মুনতাছির মাহমুদ সিয়াম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক রুপস দাশ, সহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন তাইন, সমাজ কল্যাণ সম্পাদক মেহেতাব হোসাইন  সহ সমাজ কল্যাণ সম্পাদক মাহিদুল আলম মাহিদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ খালেদ হোসেন, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহমুদুল হাসান মাহমুফ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাসজীদ হাছান রশীদ (তুষার), সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিয়াদ উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মুহিব্বুল্লাহ, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসাইন, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দীন, আপ্যায়ন ও অভ্যর্থনা সম্পাদক মোহাম্মদ রুবেল, সহ আপ্যায়ন ও অভ্যর্থনা সম্পাদক মোহাম্মদ ফয়সাল, সিনিয়র নির্বাহী সদস্য যথাক্রমে তানভীর তাহিম, রুহান ফারাবী, মোহাম্মদ আলমগীর, নির্বাহী সদস্য যথাক্রমে সাজিদ হাসান রাব্বী, মোহাম্মদ মারুফ, আলী মর্তুজা, আসিফ আহমেদ ও মোহাম্মদ জিসান কমিটির অন্তর্ভুক্ত হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে যুগ্ম সাধারণ সম্পাদক এম হোসাইন বলেন, কমিটিতে সক্রিয়দের যথাযথ মূল্যায়ন করা হয়েছে। তারুণ্য শক্তির বিকাশ সাধনে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক্ষেত্রে কমিটির অন্তর্ভুক্ত সকলকে গুরুত্বের সহিত দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।