সন্দ্বীপে শেখ হাসিনার সরকার, বার বার দরকার” শিরোনামে বিশাল কর্মী সমাবেশ

সন্দ্বীপ মুছাপুর ইউনিয়ন আওয়ামীলিগ এর উদ্যোগে “শেখ হাসিনার সরকার, বার বার দরকার” শিরোনামে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১ অক্টোবর সন্ধ্যায় মুছাপুর ইউনিয়নের ধোপার হাট চত্বরে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশের পুর্বে বিভিন্ন নেতা কর্মীরা তাদের সমর্থিত লোকজনদের নিয়ে বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশ স্থলে অংশগ্রহন করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।

মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলিগের সভাপতি আলাউদ্দীন বেদন,সাধারন সম্পাদক মাঈন উদ্দিন মিশন, জেলা পরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। সভায় প্রধান অতিথি এমপি মাহফুজুর রহমান মিতা বলেন দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়নের ধারাকে ক্ষুন্ন করতে ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে স্বাধীনতা বিরোধী শক্তিরা তৎপর হয়ে উঠেছে। তাই আসন্ন নির্বাচনে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে শেখ হাসিনাকে ৫ম বারের মতো ক্ষমতায় বসাতে হবে।