সুবর্ণচরে চরক্লার্ক জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত ও পদন্নোতিজনিত শিক্ষকদের বিদায়ে বিদায় সংবর্ধনা-২৩ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ মাদ্রাসাটির প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে উক্ত প্রতিষ্ঠানের শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকা মোট ১২ জন শিক্ষককে সংবর্ধনা দেয় প্রাক্তন ছাত্র পরিষদ।
প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন স্যারসহ সকল প্রাক্তন ছাত্র পরিষদের অক্লান্ত পরিশ্রমে জাঁকজমক পূর্ণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চরক্লার্ক জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার সভাপতি ও চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. আবুল বাশার ডিপটি’র সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সহ-সভাপতি নুরের রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন সরকার, সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হানিফ চৌধুরী, চর জুবিলী রাব্বানীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: আবদুর রহমান, ফেনী গার্লস ক্যাডেট কলেজের সহযোগী অধ্যাপক মিজান বিন মজিদ, চরবাটা ইসমাইলিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল আমিন, চরক্লার্ক জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট মো: মাহমুদ উল্লাহ, মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মো: হুমায়ুন কবির, মহি উদ্দিনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে উক্ত মাদ্রাসার প্রাক্তন সহকারী শিক্ষক নুর নবীকে অবসর জনিত বিদায় সংবর্ধনা এবং মাদ্রাসার ইবতেদায়ী বিভাগের সহকারী শিক্ষক মো: হুমায়ুন কবিরের মরনোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও মাদ্রাসার প্রাক্তন সুপার মাও: মো: মোজাম্মেল হোসেন, সহ-সুপার মাও: হোসাইন আহম্মেদ, সহ-সুপার মাও: বেলাল উদ্দিনকে পদন্নোতিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। পাশাপাশি একই মাদ্রাসার প্রাক্তন সহকারী শিক্ষক মো: আলমগীর কবির, প্রতিষ্ঠাতা সুপার মাও: জামাল উদ্দিন, সহাকারী শিক্ষক মো: নিজাম উদ্দিন বিএসসি, সহকারী শিক্ষক মাও: আমিনুল হক, সহকারী শিক্ষক মো: আলা উদ্দিন এমএসসি, সহাকারী শিক্ষক মো: রাশেদ, সহাকারী শিক্ষক মাও: রিয়াজ উদ্দিনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চরক্লার্ক জনতা বাজার ফখরুল ইসলাম দাখিল মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রাক্তন ছাত্র পরিষদের সদস্যবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
অনুষ্ঠান শেষে উক্ত মাদ্রাসা থেকে বিদায়ী শিক্ষকদের হাতে সংবর্ধনা ক্রেস্ট, নগদ অর্থ এবং উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।