সাংবাদিক আফছার উদ্দীন মাস্টারের শিক্ষা ও কর্মময় জীবন।

সন্দ্বীপের কৃতি সন্তান, সাংবাদিক,সফল শিক্ষক, শিক্ষানুরাগী ও সংগঠক মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার ১৯৭১ সালের ১৯শে ডিসেম্বর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন মুছাপুর শেখ মাহারুপ গোমস্তার বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম মোতাচ্ছেম বিল্যাহ সেরাং এবং মাতা আনোয়ারা বেগমের পাঁচ সন্তানের তিনি চতুর্থ। দাদা মরহুম মোলভী সৈয়দ আহম্মদ এর যোগ্য উত্তরসুরী সম্ভ্রান্ত মুসলিম পরিবারেই তার জন্ম। মুছাপুর উত্তর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষা জীবনের হাতে খড়ি। ১৯৮৩ সালে পঞ্চম শ্রেণীর পাঠ শেষ করে তিনি ১৯৮৪ সালে মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। তিনি ১৯৮৯ সালে এসএসসি -মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়। সরকারি হাজী আবদুল বাতেন কলেজ থেকে ১৯৯১ সালে এইচএসসি। ১৯৯৪ সালে বিএ সরকারী হাজী আবদুল বাতেন কলেজ এবং ১৯৯৬ সসলে এমএসএস- চট্টগ্রাম সরকারি কলেজ থেকে পাশ করেন।
বিএড-১৯৯৭ চট্টগ্রাম টিচাস” ট্রেনিং কলেজ। কর্মময় জীবনে তিনি সাবেক প্রধান শিক্ষক, আয়েশা ওবায়েদ বালিকা উচ্চ বিদ্যালয়। ২০০৯ সালে এসএসসি হল সুপার দায়িত্ব পালন করেন। সন্দ্বীপ -৩, সন্তোষপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।

সাবেক সিনিয়র শিক্ষক ছিলেন -এম্বাসী স্কুল, রিয়াদ,সৌদি আরব। সাবেক সিনিয়র শিক্ষক – এনাম নাহার বালিকা উচ্চ বিদ্যালয়। সাবেক সহকারী শিক্ষক, গাছুয়া কাটগড় ফাজিল মাদ্রাসা। সাবেক সহকারী শিক্ষক, থানা উন্নয়ন সরকারি প্রাইমারী স্কুল। ও সাবেক পরীক্ষক(বাংলা ও ইংরেজি) ২০০০-২০০৪ সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর,চট্টগ্রাম অঞ্চল। এছাড়াও তিনি
সাবেক সহকারী শিক্ষক- হারামিয়া সরকারি প্রাইমারী স্কুল। রহমতপুর দক্ষিণ পূর্ব সরকারি প্রাইমারী স্কুল। মুছাপুর আজগর হাজী সরকারী প্রাইমারী স্কুল। সাবেক সভাপতি, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়। তিনি সাবেক শিক্ষানুরাগী সদস্য, মুছাপুর শেখ মুহাম্মদীয়া দাখিল মাদ্রাসা।সাবেক অভিভাবক সদস্য, বশিরিয়া ফাজিল মাদ্রাসা। তিনি সংগঠন সাথে ছিলেন- প্রতিষ্ঠাতা ও সভাপতি, এম বিল্লাহ স্যাটেলাইট স্কুল, মুছাপুর, সন্দ্বীপ। প্রতিষ্ঠাতা ও সভাপতি, এম. বিল্লাহ স্মৃতি সংসদ, সন্দ্বীপ। সাবেক সিনিয়র সহসভাপতি ও যুগ্ম সম্পাদক, মাওলানা রমিজ উদ্দীন জামে মসজিদ। আজীবন সদস্য, সন্দ্বীপ এডুকেশন সোসাইটি চট্টগ্রাম। আহবায়ক, সন্দ্বীপ সমিতি চট্টগ্রাম। এএমডি, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সাবেক ডিএমডি, স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। সাবেক ডিসি, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সাবেক ডিও-৩, জীবন বীমা কপোরেশন। সাবেক বীমা কর্মী মেটলাইফ। ইতি মধ্যে তিনি সংবাদ কর্মী হিসেবে ও কাজ শুরু করেছেন। তিনি চট্টগ্রাম প্রতিনিধি, দৈনিক আজকের জনবাণী। হালিশহর প্রতিনিধি, দৈনিক যুগ-যুগান্তর। বিভাগীয় সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থা। এনএসএম,ইনডেক্স ল্যাবরেটরিজ লিমিটেড। পরিচালক, ভাই ভাই ফামে’সী।আহবায়ক, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন। বিভাগীয় সভাপতি, নিয়োগ বঞ্চিত নিবন্ধিত শিক্ষক ফোরাম।

প্রতিষ্ঠাতা ও সভাপতি,ইন্স্যুরেন্স পেশাজীবি ফাউন্ডেশন। সাবেক স্বাস্থ্য সহকারী, মুছাপুর-০১, সন্দ্বীপ,চট্টগ্রাম। সদস্য,চট্টগ্রাম নাগরিক ফোরাম, চট্টগ্রাম মহানগর কমিটি।সমন্বয়ক,সন্দ্বীপ নাগরিক সমাজ,চট্টগ্রাম। প্রতিষ্ঠাতা ও আহবায়ক, মুছাপুর প্রবাসী কল্যাণ পরিষদ, প্রতিষ্ঠাতা ও আহবায়ক, আমরা চট্টগ্রাম প্রবাসী ও আমরা সন্দ্বীপ প্রবাসী চট্টগ্রাম।