চট্টগ্রামের হাটহাজারীতে সরকারি নির্দেশনা উপেক্ষা করে অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আবু রায়হান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় কাদেরিয়া ব্রিকস কোম্পানি, মেসার্স সততা ব্রিকস, কাজী ব্রিকস ম্যানুফ্যাকচারিং ও মেসার্স হিমালয় ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু রায়হান জানান, সরকারি নির্দেশনা না মেনে গড়ে ওঠা ইটভাটা( নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে চার লক্ষ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রামেন সহকারী পরিচালক নূর হাসান সজীব, হাটহাজারী মডেল থানার পুলিশ, ফায়ার সার্ভিস হাটহাজারী ও সরকারহাট ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগণ সহযোগিতা করেন।