হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন, প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা

 

আসন্ন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ২১ মে’র নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে বৃহস্পতিবার (২মে) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
প্রতিদ্বদ্ধী প্রার্থীরা প্রতীক পেয়ে প্রচারণায় নেমে পড়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।

হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৩ জন। এরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি এস. এম রাশেদুল আলম (মোটরসাইকেল), উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গণি চৌধুরী (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বদ্ধীতা করছেন। তবে আনারস প্রতীক পেতে তিনজন প্রার্থীই আবেদন করেছিলেন। পরবর্তীতে জেলা রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে লটারীর মাধ্যমে আনারস প্রতীকটি লুপে নিয়েছেন ইউনুস গণি চৌধুরী। প্রতীকের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার এ.বি.এম মশিউজ্জামান।

ভাইস চেয়ারম্যান পদে চবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব), সাবেক শিক্ষক নেতা অশোক কুমার নাথ (তালা), মির্জাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার (চশমা) ও ব্যারিস্টার আশরাফ উদ্দিন (টিউবওয়েল) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান নারী ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মোক্তার বেগম মুক্তা (কলস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম (ফুটবল), জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য শারমীন ইকবাল (হাঁস) ও গুমানমর্দ্দন ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি)।

আগামী ২১ মে এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ১টি পৌরসভা ও ১৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৭ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ৬৪৩ জন ও মহিলা ভোটার ১ লাখ ৭০ হাজার ৮০৫ জন। ১০৬ টি কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।