
প্রেস বিজ্ঞপ্তি: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিযুদ্ধকালীন পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক বাহিনীর আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা এজহার মিয়ার ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ২৬ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টায় নগরীর দারুল ফজল মার্কেটস্থ মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটি এ স্মরণ সভার আয়োজন করেন। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও সদস্য রিপন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়েছিলেন চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা এজহার মিয়া মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী। তাঁর মৃত্যুতে আওয়ামী লীগের অপূরণীয় ক্ষতি হয়েছিল। বীর মুক্তিযোদ্ধা এজহার মিয়ার নীতি অনুসরণ করে মুক্তিযুদ্ধের চেতনা এগিয়ে নিয়ে যাব এই হোক আমাদের শপথ। গভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, মুক্তিযোদ্ধ পরিবারবর্গের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মরহুমের পুত্র ও বীর মুক্তিযোদ্ধা এজহার মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মোঃ জয়নুদ্দিন জয়, সাইকা দোস্ত প্রমুখ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও থানা কমান্ডের নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন। শেষে বীর মুক্তিযোদ্ধাএজহার মিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।