বানিয়াচংয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান – সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্য শপথ গ্রহণ

বানিয়াচং প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান-সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যগণ শপথ গ্রহণ করেছেন। বুধবার(২৬ জানুয়ারী) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলার ১৪ জন ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। একই দিনে দুপুর ২টায় বানিয়াচং উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন ইউপি‘র সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়,বানিয়াচং উপজেলার মোট ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টির নির্বাচন ৪র্থ ধাপে অনুষ্টিত হয় গত ২৬ডিসেম্বর। ১৪টি ইউনিয়নের ১৪ জন চেয়ারম্যান ছাড়াও সংরক্ষিত সদস্য ৪২ জন এবং সাধারণ সদস্য ১২৬ মধ্যে ১২৫ জন শপথ গ্রহণ করেছেন। ১৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারন সদস্য পদে প্রধান প্রতিদ্বন্দী দু‘জনের মধ্যে ভোট সমান হওয়ার কারনে আগামী ৭ ফেব্রুয়ারী ভোট অনুষ্টিত হবে।