বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম আইন কলেজ শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা আজ ৭ আগস্ট (বুধবার) চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদে চট্টগ্রাম আইন কলেজ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ ইদ্রিচের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
যুগ্ম আহবায়ক ও বর্তমান ভিপি রেজা হায়াত খানের পরিচালনায় উক্ত আনন্দ মিছিলটি জামাল খান থেকে শুরু হয়ে আন্দরকিল্লা চত্ত্বর হয়ে আইন কলেজে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইন কলেজ শাখার সাবেক সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুল ইসলাম ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোতাহের হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রিফাত হোসেন শাকিল।
বক্তব্য রাখেন আইন কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারেক ইকবাল রনি, আইন কলেজের সাবেক সহ-সভাপতি গিয়াসউদ্দীন সেলিম, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী, সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ সাগর, নগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসলামইল, যুগ্ম আহবায়ক মোহাম্মদ বাপ্পি, মোহাম্মদ মিশুক, আইন কলেজ ছাত্রদলের ২য় বর্ষের আহবায়ক বেলাল হোসেন শান্ত ও মোহাম্মদ জসিম প্রমুখ নেতৃবৃন্দ।