প্রেমে পোড়া যন্ত্রনায় -হাফিজুর রহমান 

প্রেমে পোড়া যন্ত্রনায়
-হাফিজুর রহমান 
ছেড়ে গেলেও ভালো আছি এই ভেবে; ফেলে দেইনি এখনও
হলেও ব্যর্থ প্রেমের চিঠি – ক্ষোভে ছেঁড়া সেই কাগজের টুকরোগুলো
জ্বলন্ত চুল্লির এক পলকের জ্বালানি হতে।
জ্বলছি – জ্বলতে দাও, থামতে দাও অস্থিরতার ক্রঁন্দন!
প্রেমে পোড়া এ হৃদয়ে, ছাই ছিটিয়ে উল্লাস করে আর – কষ্ট দিও না।
কাঁদতে দাও, ভাসতে দাও – হালকা হতে ভাঙতে যন্ত্রণার জমাট;
এই-টুকু সান্ত্বনায়, হেরে গেলেও – হারিয়ে যেতে চাই না ধুলোয় মিশে –
নিঃস্ব হলেও – দিয়েছি তোমাকে অনেককিছুই, ভালোবেসে।