
হাটহাজারী মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান এর সাথে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ওসি (তদন্ত) মো. জাহাঙ্গীর মোল্লা, হাটহাজারী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আসলাম পারভেজ, সভাপতি শ্যামল নাথ, সহ-সভাপতি জাহেদ মঞ্জু, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সম্পাদক জাহেদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনছুর, দপ্তর সম্পাদক আবু নোমান, প্রচার সম্পাদক রিমন মুহুরী, সমাজ কল্যাণ সম্পাদক এইচ. এম. এরশাদ, সাংস্কৃতিক সম্পাদক ওসমান গনি ও ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দীন সাইফ উপস্থিত ছিলেন।
অত্যন্ত আন্তরিক পরিবেশে মতবিনিময় সভায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপজেলার বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো, হাটহাজারী থেকে মাদক, ইভটিজিং, চুরি, ছিনতাই, কিশোর অপরাধ দমন করতে নবাগত ওসি’কে অনুরোধ করেন। পাশাপাশি যানজট নিরসনের সহযোগিতা কামনা করেন।
এসময় নবাগত ওসি মোহাম্মদ হাবিবুর রহমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা পুলিশের বন্ধু। শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা বজায় রাখতে সঠিক তথ্য দিয়ে সবার সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে পুলিশকে সার্বিক সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। সভাশেষে নবাগত ওসি উপস্থিত হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সকল সাংবাদিকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।