নিয়োগপত্র জটিলতার অবসান, শ্রমিক ধর্মঘট প্রত্যাহার

বেসরকারি পরিবহন সংস্থার মালিকানাধীন প্রাইমমুভার, ট্রেইলার, কনক্রিট মিক্সার, ড্রাম ট্রাক চালক ও সহকারীদের নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র ও সরকার ঘোষিত নিম্নতম মজুরি প্রদান, শ্রমঘণ্টা বাস্তবায়নের দাবিতে ধর্মঘট ডাকে শ্রমিকরা। বুধবার (৩০ অক্টোবর) ভোর থেকে ডাকা কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ডিপোতে আনা-নেওয়ার কাজ বন্ধ ছিল। এতে এক ধরণের স্থবিরতা দেখা দেয় বন্দরের স্বাভাবিক কার্যক্রমে। তবে অবশেষে নিয়োগপত্র জটিলতার অবসান হয়েছে। এখন থেকে পরিবহন শ্রমিকরা পাবেন নিয়োগপত্রসহ অন্যান্য সুবিধা। শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে কন্টেইনার পরিবহনের বিশেষায়িত গাড়ি প্রাইমুভার ট্রেইলার শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার হলো।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম বন্দর, জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে শ্রমিক ফেডারেশন ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

তিনি গণমাধ্যমকে জানান, বন্দরের প্রাইম মুভার, ফ্লাটবেডের মালিক- শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের নিয়ে ধর্মঘট সমস্যার সমাধান হয়েছে। এতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, শ্রম অধিদপ্তর, কারখানা অধিদপ্তরসহ অন্যান্য সরকারি দপ্তর ও সংস্থার কর্মকর্তারগণ উপস্থিত ছিলেন। উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত হয় যে এখন থেকে শ্রমিক পক্ষ নিয়োগ পত্র পাবেন। ফলে দীর্ঘ দিন ধরে চলা এ সংক্রান্ত জটিলতার অবসান ঘটল। তিনি আরও জানান, এর মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের প্রাইমমুভার পরিবহন সেক্টরে বিরাজমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান হয়েছে এবং তারা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, প্রাইম মুভার ও ফ্ল্যাট বেড ওনার্স অ্যাসোসিয়েশনের মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের মধ্যে নিয়োগপত্র নিয়ে বিদ্যমান সমস্যার সমঝোতা হয়েছে।মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সম্মিলিতভাবে নিয়োগপত্র চূড়ান্ত করেছে এবং মালিকপক্ষ চূড়ান্ত নিয়োগপত্র মোতাবেক শ্রমিকদের নিয়োগপত্র দিতে সম্মত হয়েছে। শ্রমিকপক্ষ কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগদানের ঘোষণা দিয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য কমোডর ফয়সাল ফয়েজ, চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো: গিয়াস উদ্দিন, শ্রম পরিদর্শক বিশ্বজিৎ শর্মা, চট্টগ্রাম জেলা প্রাইমমুভার ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড ও ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদসহ কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, চট্টগ্রাম বন্দরের প্রাইমমুভার, ফ্লাটবেডের মালিক শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।