পাহাড়তলীর সন্ত্রাসী মনসুর বরগুনা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রামের পাহাড়তলীতে ডিমের আড়তের অর্থ লুটের ঘটনাসহ ১৬টি মামলার আসামী মনসুর আহম্মদ (৪৩) কে বরগুনা থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

১২ নভেম্বর (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান সিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) রইছ উদ্দিন।

মনসুর, নগরীর পাহাড়তলীর দুলালাবাদ এলাকার আবদুল মালেক দারোয়ানের বাড়ির মৃত জমির আহাম্মদের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, ‘পাহাড়তলী ও খুলশী এলাকায় হত্যা ডাকাতি, লুটসহ ১৬টি মামলার পলাতক আসামী মনসুর আহমদ কে বরগুনার কাঠবুনিয়ার একটি বাড়ি থেকে তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রেপ্তার করে পুলিশ। তার তথ্য মতে খুলশী রেলওয়ে এলাকার মাঠির নিচে থাকা একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ উদ্বার করা হয়।

তথ্য মতে, গত ২৩ আগষ্ট নগরীর পাহাড়তলী বাজারের একটি ডিমের আড়তে চার সন্ত্রাসীসহ ফাকা গুলি ছুঁড়ে ৮০ হাজার টাকা লুট, বিগত ১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী আরেকটি ডিমের আড়তে রানা এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মাসুদ কে খুন করায় আরেক হত্যা মামলায় অভিযুক্ত আসামী সে।

পুলিশ সূত্র জানা যায়,  বিভিন্ন সময় চুরি-ছিনতাই করে অপরাধে জড়ান মনসুর। ধীরে ধীরে এলাকায় ১৫ থেকে ২০ জনের দল গঠন করে শুরু করেন নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। পাহাড়তলীর সরাইপাড়া ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা সাবের আহমদের অনুসারী হিসেবে পরিচিত মনসুর।