
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি : পরম করুনাময় আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও মেহেরবানীতে শুরু হলো লক্ষীপুরের সাইফিয়া দরবার শরীফের সুন্নী এস্তেমা ২০২২। কোরআন তেলওয়াত ও জিকিরের মধ্যে দিয়ে গতকাল ২৭ জানুয়ারী বৃহস্পতিবার বাদ যোহরের পরপর শতভাগ স্বাস্থ্যবিধি মেনে শুরু হলো লক্ষীপুর এর চররমনী মোহন ইউনিয়নে অবস্থিত সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর সদ্য পর্দানশীন পীর সাহেব কেবলা মুর্শিদে হক লক্ষ্মীপুরী মরহুম মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম সিদ্দীকি( রহমতুল্লাহ আলাইহি) প্রবর্তিত রাসুল প্রেমের মহাসমাবেশ সুন্নী এস্তেমা শুরু হয়। সাইফিয়া দরবার শরীফের সুন্নী এস্তেমা ২৭ জানুয়ারী শুরু হয়ে চলবে ২৮ ও ২৯ জানুয়ারি শুক্র ও শনিবার, আখেরি মুনাজাত হবে রবিবার বাদ ফজর। তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এস্তেমায় ঈমান আমল ও আকিদা বিষয়ে মুল্যবান বয়ান পেশ করবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগন। মুল বয়ান পেশ করবেন এবং আখেরী মোনাজাত পরিচালনা করবেন সাইফিয়া দরবার শরীফ লক্ষীপুর এর বর্তমান রাহনুমা খলীফায়ে মহান মুর্শিদে হক লক্ষীপুরী আলহাজ মাওলানা মোহাম্মদ শাহ আতায়ে রাব্বী সিদ্দীকি আস-সাইফি । আখেরি মুনাজাত হবে রবিবার বাদ ফজর। স্বাস্থ্যবিধি মেনে এস্তেমায় অংশ গ্রহণ করেছেন শত শত ধর্শপ্রাণ মানুষ ও সাইফিয়া দরবার শরীফের ভক্ত আশেকান, নিজস্ব নিরাপত্তা বাহিনীসহ রয়েছে মেডিকেল টিম ও শৃঙ্খলা কমিটির একদল চৌকষ ভলেন্টিায়ার কর্মি।