
প্রেস বিজ্ঞপ্তি : “শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ জানুয়ারী ২২ইং জুমাবার চট্টগ্রামের সাগর, পাহাড় ঘেরা সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের মুজিব নগর এলাকায় জামেউসসুন্না মাদ্রাসা এতিম খানা ও হেফজ খানায় এতিম শিক্ষার্থীদের ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন জামেউসসুন্না মাদ্রাসা এতিম খানা ও হেফজ্ব খানা। এ সময় উপস্থিত ছিলেন ” মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ রফিক উল্ল্যাহ হামিদী, ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক এর নির্বাহী পরিচালক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ তুষার,মাদ্রাসা শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ, ,হাফেজ মুনিরুল ইসলাম, মোঃ আবদুর রহিম,মোঃ নুরইসলাম, মোঃ আবদুল হাকিম প্রমূখ । অনুষ্ঠানে মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ রফিক উল্ল্যাহ হামিদী, বলেন, আমরা যারা শহরে কম্বলের তলে থাকি তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না। তবে এতিম বাচ্ছারা কাঁপছে মাঘ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের। তাইতো আমাদের জামেউসুন্নাহ মাদ্রাসা থেকে এতিম ছাত্র ছাত্রী ও অসহায় মানুদের মাঝে কিছু সংখ্যক শীত বস্ত্র বিতরণ করেছি। আমরা আমাদের মাদ্রাসার তহবিল থেকেই মূলত মাঝে ত্রান বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন সেবা মূলক কাজ করে থাকি।