সরাইলে দেখা মিলল বিলুপ্তপ্রায় শকুনের!

মো.তাসলিম উদ্দিন, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় একটি বিলুপ্তপ্রায় প্রজাতির শকুন আজ মাঠে দেখা যায়। শুক্রবার (২৮ জানুয়ারি) বাদ আসরের দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বর্ডার গার্ড এর প্রথম গেইটের রাস্তায় পুর্বপাশে ভরাট করা পুকুরের মাঠে গাছ থেকে পড়া ওই শকুনটি বসে আছে। ছবি দেওয়া হয়েছে।দেখতে মাঠের খেলতে আসা ছেলেদের দল চতুর্দিকে দাড়িয়ে দেখতেছে। রাস্তার পাশে অনেক যাত্রী গাড়ি থেকে নেমে বিলুপ্ত শকুনের ছবি তোলে কেউ নিজের মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করতে দেখে যায়।খবর পেয়ে এলাকাবাসী শকুনটিকে এক নজর দেখতে আজ বিকেলে রাস্তা সহ মাঠে ভিড় জমান।  বিভিন্ন বয়সের মানুষ। দেখতে আসা লোকজন বলাবলি করছে।  এখানে অনেকদিন পরে এই শকুনের দেখা মিলল আমাদের এলাকায়।