হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যোগে খতমে কোরআন, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

সোমবার (১০মার্চ) হাটহাজারী উপজেলা সম্মেলন কক্ষে সংগঠনের সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আবুল বাশার, এবি পার্টি চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়ক ন ম জিয়াউল হক চৌধুরী, রাউজান প্রেসক্লাবের সভাপতি এম বেলাল উদ্দিন, সাবেক সভাপতি প্রদীপ শীল।

সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিন ও সহ সাংগঠনিক সম্পাদক আবু নোমানের যৌথ সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী হাটহাজারী পৌরসভার আমীর মাস্টার মাহমুদুল করিম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোজিনা রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. একরাম উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আসলাম মোর্শেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আকরাম উদ্দিন পাভেল, বিশিষ্ট সমাজসেবক আবুল হাসেম, বাংলাদেশ খেলাফত মজলিশ উপজেলা শাখার সভাপতি ওজাইর আহম্মদ হামিদী, গণধিকার পরিষদ উপজেলা শাখার সভাপতি মো. শোয়েব, সামাজিক সংগঠন জাগৃতি’র সভাপতি মো. ওসমান, রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা মেম্বার সমিতির সভাপতি জিয়া হায়দার, ফতেপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আলমগীর ভুট্টো, হাটহাজারী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রায়হান উদ্দিন, পৌরসভা যুবসেনার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রুবেল, শাহ আনোয়ার (রহ.) ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ হাফিজুর রহমান, সংগঠনের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক শ্যামল নাথ, সহ সভাপতি জাহেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, অর্থ সম্পাদক আবুল মনছুর, প্রচার সম্পাদক মোঃ ওসমান গনি, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, সাংস্কৃতিক সম্পাদক রিমন মুহুরী প্রমুখ।

এ ছাড়া দৈনিক ঘোষণার চট্টগ্রাম ব্যুরো মো. কামাল উদ্দিন, ফতেপুর দারুল মোস্তফা দাখিল মাদ্রাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা মো. মোরশেদ আলম, আজব নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রহিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. বেলায়েত হোসেন, সংগঠনের সহ সম্পাদক জাহেদুল ইসলাম জাহিদ, সদস্য মো. আবিদুল ইসলাম, নয়ন চৌধুরী, মো. ইসতিয়াক, মো. মুরসালিন চৌধুরী, মো. মহিউদ্দিনসহ
বিভিন্ন পেশাজীবীর লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ছিপাতলী কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নিজামী।