
নিজস্ব প্রতিবেদক:
সমাজসেবামূলক সংগঠন এম এ বারী ফাউন্ডেশনের উদ্যোগে ২৫ তম বারের মতো ৫ শতাধিক দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটি আমেরিকা প্রবাসী আসাদুল বারী প্রকাশ মানিক হাজীর পারিবারিক যাকাতের অর্থে পরিচালিত হয়ে থাকে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নগরের হালিশহরের মৌসুমি আবাসিক এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি। এম এ বাড়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী প্রকাশ মানিক হাজীর সভাপতিত্বে ও সাংবাদিক এম মিলাদ উদ্দিন মুন্নার সার্বিক তত্ত্বাবধানে এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কামাল পারভেজ, মোহাম্মদ আবু সাহিদ, অপু ইব্রাহিমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও নানা শ্রেণি পেশার মানুষ।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুর করিম কচি বলেন, এম এ বাড়ি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এখানে যে ইফতার সামগ্রী বিতরণের আনন্দ উৎসব হচ্ছে এই উৎসব আমরা যারা সাংবাদিকতা করি এবং যারা সমাজ সেবায় সবসময় নিয়োজিত থাকি তাদের সবার জন্য এটা একটা প্রেরণা। নি:সন্দেহে এটি অত্যন্ত প্রশংসনীয় কাজ। পবিত্র রমজান মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো বিত্তবানদের দায়িত্ব। তাই আসুন প্রতিবেশী কি দিয়ে ইফতার করছে, সাহরী করছে খোঁজ নিই। বিবেকের দরজা খুলে দিই।
এম এ বাড়ী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বীর মুক্তিযোদ্ধা আসাদুল বারী বলেন, আমি প্রবাসে থাকা অবস্থায় আমাদের দেশের যেকোনো দুর্যোগ-দূর্ভোগে পাশে থাকার চেষ্টা করেছি। সবসময় যেন গরিব দুঃখী মানুষের পাশে থাকতে পারি সেজন্য সকলের দোয়া চাই।
উপস্থিত প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কামাল পারভেজ এম এ বাড়ি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা আসাদুল বারীকে অভিনন্দন জানিয়ে বলেন, আসাদুল বারী দীর্ঘদিন ধরে এই ফাউন্ডেশন থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য করে আসছেন। উনার এই দীর্ঘ পরিকল্পনার জন্য সাংবাদিক সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আল্লাহ যেন ওনাকে আরও বেশি দেওয়ার তৌফিক দেন।
উল্লেখ্য, ২০০০ সালে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে শুরু হয় এম এ বারী ফাউন্ডেশনের এ কার্যক্রম। সেই ধারাবাহিকতায় ২৫ বছর ধরে চলছে মানবিক এ কার্যক্রম। এবার দ্বীপ উপজেলা সন্দ্বীপে ১০০০ পরিবার ও চট্টগ্রামে ৫০০ পরিবার মাঝে প্রায় ১৫ লক্ষ টাকার ইফতার উপহার পৌঁছানো হয়।