
মৌলভীবাজার জেলা প্রতিনিধি: করোনাভাইরাসের সংক্রমণ রোধে মৌলভীবাজার জেলা প্রশাসনের সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি নিশ্চিতের অভিযান অব্যাহত রয়েছে। রোজ বৃহস্পতিবার সারাদিন ব্যাপি জেলার বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা ও তা আদায় করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করায় ৯১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে মোট ২৫৫০০ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ।

পড়েছেনঃ ১৬২