
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ -চট্টগ্রাম জেলা শাখার আওতাধীন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১ টি পুজা মন্ডপে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী বাসন্তী পূজা উদযাপিত হচ্ছে।
৫দিন ব্যাপি অনুষ্ঠানমালার আজ ষষ্ঠী পূজার শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে পূজার প্রথম দিন হাটহাজারী পৌরসভার ফটিকা গ্রামে রাম লোকনাথ সেবাশ্রম ও দূর্গা মন্দির মন্ডপে নবারুণ সংঘের উদ্যোগে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী পূজা উদযাপন পরিষদের আহবায়ক মাস্টার অশোক কুমার নাথ।
বাসন্তী পূজা উদযাপন পরিষদ নবারুন সংঘের সাধারণ সম্পাদক ডা:জুয়েল সেনের সঞ্চালনায় ও সুব্রত সেন টিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা পরিষদের যুগ্ম-সম্পাদক সাংবাদিক বাবলু দাশ, নয়ন চৌধুরী, সদস্য সচিব উজ্জ্বল দত্ত, সদস্য শিমূল নাথ,প্রিয়াশীষ চক্রবর্তী,রিপন কুমার নাথ,জুয়েল দাশ।
এছাড়াও উপস্থিত ছিলেন দিপন্কর চৌধুরী, মুরারী মোহন গীতা শিক্ষা কমিটির সভাপতি সুজন দে, অর্থ সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য,পৌরসভা কমিটির সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, অজয় সেন,সৌমেনজিৎ দে টিংকু প্রমূখ।
সভায় বক্তারা চলমান বাসন্তী পূজার অবশিষ্ট দিনগুলো সুন্দরভাবে উদযাপনের নিমিত্তে প্রমাসন সহ সর্বস্তরের দর্শনার্থী এবং ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেন।