
সন্দ্বীপে সড়ক দুর্ঘটনা রোধে সড়কে বাইক বা অন্য যানবাহন চালানোর ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা সহ ৮ দফা দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে শিশু-সংগঠন চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন। শুক্রবার (৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।
এতে উল্লেখ করা হয়, সন্দ্বীপে বেপোরায়া গতিতে যানবাহন চলাচল করছে। এতে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। মারাত্মকভাবে আহত হচ্ছেন অনেকে। তাই, সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে অতি দ্রুত কিছু পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয় এ স্মারকলিপিতে।
সন্দ্বীপে সড়ক দুর্ঘটনা এড়াতে যেকোনো যানবাহন চালানোর ক্ষেত্রে বয়সসীমা নির্ধারণ করা, সড়কের পাশে দখলকৃত জায়গা অবমুক্ত করে রাস্তা প্রশস্ত করা, রাস্তার পাশে ঝোপঝাড় পরিষ্কার করা, বালির স্তূপ ও গাছের গুড়ি সরিয়ে নেওয়া, প্রধান সড়কের পাশে সর্বোচ্চ গতিসীমা বিষয়ক সাইনবোর্ড লাগানো, মোড়ে মোড়ে দিক নির্দেশক সাংকেতিক চিহ্ন দেওয়া, স্পিড ব্রেকারগুলো রঙ করা, রাস্তার পাশে পর্যাপ্ত ল্যাম্পপোস্টের ব্যবস্থা করা, রাস্তার পাশে দোকানের জিনিসপত্র বা অন্য কোনো মালামাল দিয়ে যাতে যানবাহন চলাচলে বিঘ্ন না ঘটে সে বিষয়ে খেয়াল রাখা, রাস্তার ভাঙ্গা অংশ ও ছোট ছোট গর্তগুলো ভরাট করা সহ ৮ দফা দাবি বাস্তবায়ন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়।
স্মারকলিপি গ্রহণ করে ইউএনও চাইল্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সদস্যদের কথা শুনেন এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) সাথে সমন্বয় করে যা যা করনীয় তা করার আশ্বাস প্রদান করেছেন বলে জানান তারা।