শিরোনাম :

    সাবেক মহানগর ছাত্রদল নেতা সাইফুলের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ

    চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাইফ বলেছেন, শিক্ষার মানোন্নয়নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। আর আমাদেরকে সহযোগিতা করতে নিজ নিজ জায়গা থেকে। তাহলেই শিক্ষার কাঙ্খিত মানোন্নয়ন সম্ভব।

    সোমবার (৭ এপ্রিল) বিকালে বায়েজিদ শান্তিনগরের স্টারলিট কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি ও সমমান শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, ১৭ বছরে আওয়ামী লীগ শিক্ষাকে ধ্বংস করে দিয়েছে। সেখান থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের সামাজিকভাবে সোচ্চার হওয়া জরুরী। তারা তাদের বাপ-দাদার গোষ্ঠীর কিচ্ছা শোনাতে গিয়ে পড়াশোনাকে মানহীন করে দিয়েছে। শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানকে মুছে দিতে চেয়ে নিজেরাই দেশ থেকে মুছে গেছে।

    আমিন কলোনী ৪৩ নম্বর শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ও সাবেক মহানগর ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

    তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়েক তারেক রহমান বলেছেন, প্রাইমারি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা ও শিক্ষকদের মান উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। শিশুদের সামাজিক মূল্যবোধ শেখানোর উদ্যোগ নেওয়া হবে। মেধাবীদের প্রাথমিক শিক্ষায় নিয়ে আসা হবে। তিনি খেলাধুলার উন্নয়ন প্রসঙ্গে বলেছেন, খেলাধুলাকে পড়াশুনার সাবজেক্টের সঙ্গে যুক্ত করা যেতে পারে। এতে শিশুদের প্রতিভা বিকশিত হবে। শিশুরা সুস্থ দেহে ভালোভাবে পড়াশুনাও করতে পারবে। আমরা তার কথার প্রেক্ষিতেই মাঠ পর্যায়ে কাজ করে যাব। এসময় সাইফুল ইসলাম সাইফ বিএনপি’র ৩১ দফা নিয়ে কাজ করার কথা ও জানান।

    অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো:শাহীন। বিশেষ অতিথি ছিলেন “নতুন কুড়ি বিদ্দ্যানিকেতন” এর প্রধান শিক্ষক মোশাররফ মান্নান, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য জুনায়েদ হাসান রানা, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি মো: আকবর হোসেন, ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সহসভাপতি মো: হেলাল উদ্দিন, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সদস্য সৈয়দ শাহাদাত হোসেন, আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সদস্য নাছির হোসেন।