মা-মেয়েকে গুম-খুনের হুমকি, ৩০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি:

সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে মাকে হত্যা ও মেয়েকে গুম করার হুমকি এবং ৩০ হাজার টাকা চাঁদাদাবির অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীরা হলেন, বাড়বকুণ্ড ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ জামশেদ আলমের স্ত্রী দোলনা বেগম (৩৭) ও তার ৯ বছরের মেয়ে জান্নাত আলম জোহ।

অভিযোগে তিনি বলেন, তাদের বসতবাড়ির পেছনে মাটি ভরাটকে কেন্দ্র করে একই এলাকার আইয়ুব আলীর ছেলে মো. শিপন (৩০) তার কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ৬ মে বিকাল ৩ টায় শিপন দা হাতে নিয়ে এসে দোলনা বেগমের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে তাকে হত্যার হুমকি দেয়। এসময় সে বসত বাড়ির একটি কলা গাছ কেটে ফেলে। এসময় মেয়েকে গুম করার হুমকি দেওয়া হয়। দোলনা বেগম থানায় দেওয়া অভিযোগে সুষ্ঠু বিচার ও পরিবারের নিরাপত্তা দাবি করেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মো. শিপনকে একাধিকবার কল করা হলেও তার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।