পেকুয়ায় ৫শ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে ৫শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রামের বাঁশখালী সেনাক্যাম্পের একটি টহলদল পেকুয়া সদর ইউনিয়নের সাবেকগুলদি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তির নাম মো. আবছার উদ্দিন (২৮), তিনি সাবেকগুলদি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সেনা সূত্রে জানা যায়, সেনা গোয়ান্দার গোপন ভিত্তিতে টহলদলটি অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারসহ মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবছার উদ্দিনকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়।

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আগামিকাল তাকে আদালতে সোপর্দ করা হবে।