
ইন্টেরিম সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ও দেশব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ড,খুলনা,কক্সবাজারে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিশাল মিছিল সহকারে যোগদান করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও তরুণ যুবনেতা ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীন হায়াত।
মিছিল পূর্ব সংক্ষিপ্ত পথসভায় তিঁনি বলেন, “এদেশের সকল সাফল্যের দাবীদার সবাই হলেও যেকোনো ব্যর্থতা যেনো তারেক রহমানের উপর চাপানো যায় সে মনোভাব নিয়েই আগাচ্ছে বর্তমান সরকার ও সরকারি পৃষ্ঠপোষকতায় থাকা বিভিন্ন কিংসপার্টি। এ যেনো এক অদ্ভুত পরিকল্পনা, একই দিনে তিনটি ঘটনা ঘটলেও যেটাতে নৃশংসতা বেশি দেখেছে ওই ষড়যন্ত্রকারীরা, সেটাতেই যুবদলকে রিলেট করে খবর চাওড় করেছে দেশজুড়ে। কতটুকু কৃতঘ্ন হলে গুপ্ত সংগঠন ও কিংসপার্টির নেতারা রংচং মাখিয়ে যুবদল তথা পুরো বিএনপির উপর আঙুল তুলে তা ভাবলেই লজ্জা হয়। আজকে যখন সব সত্য প্রকাশিত তখন উপরওয়ালা হতে সরাসরি লানত হিসেবে কাউকে ঢুকতে হয়েছে এপিসি তে, কাউকে লুকাতে হচ্ছে মুখ আর বিএনপি দাঁড়িয়ে আছে বটবৃক্ষের মতো অবিচল মাথা উঁচু করে। আপনাদের ধৃষ্টতা, বেয়াদবি আমাদের হৃদয় ফুটো করে দিয়েছে। যে মিথ্যের উপর আপনারা ভর করে পার হতে চাচ্ছেন বৈতরণি, মনে রাখবেন জনতার রায়ে লণ্ডভণ্ড হয়ে যাবে আপনাদের সব ষড়যন্ত্র সব পায়তারা। ”
তিনি এসময় এত বিরূপ পরিস্থিতিতেও আগত বিভিন্ন থানা ও ওয়ার্ড যুবদল নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি যুবনেতা রাসুদ রানা,নগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক যুবনেতা মো: জুয়েল,পাহাড়তলী থানা যুবদল নেতা, মো: জেবিন,মাহমুদ,রাজু বন্দর থানা যুবদল নেতা মামুনুল ইসলাম সানি,নাজিম উদ্দিন,জিএম তারেক,আব্দুল হাশেম,মো: ইয়াকুব ইপিজেড থানা যুবদল নেতা মো: অনিক,মো: আলী,মো: ইয়াসিন