জেদি শিশু -এম.আবু বকর সিদ্দিক 

জেদি শিশু
এম.আবু বকর সিদ্দিক 
নতুন সনের নতুন বইয়ে
নতুন নতুন গন্ধ,
দারুণ দারুণ বই পেলাম
ইস্কুল হলো বন্ধ!
করোনা আর অমিক্রন
তোরা আমার দুশমন,
তোদের জ‍ন‍্য ভেঙ্গে গেল
শিশুর পড়া-লেখার মন
আমি বড় জেদি শিশু
ঘরে বসে পড়বো,
পড়া লেখা করে আমি
দামি জীবন গড়বো।