পুরুষ শূন্য জোবরা গ্রাম, ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনে উপজেলা প্রশাসন

আবুল মনছুর, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন হাটহাজারী উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসময় স্থানীয় ক্ষতিগ্রস্তরা প্রশাসনের কাছে অভিযোগ করে বলেন, বর্তমানে গ্রামটি প্রায় পুরুষ শূন্য। রাতের বেলায় কোনো দুর্ঘটনা বা হামলার ঘটনা ঘটলে তা মোকাবিলা করার মতো কেউ নেই, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিদর্শনকালে ইউএনও মুহাম্মদ আবদুল মুমিন বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য গ্রামবাসীসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করার নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

তিনি আরও বলেন, একাডেমিক ও সামাজিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন। গ্রামবাসী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সুহাদ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছিলেন। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি তৈরি হলেও প্রশাসন চেষ্টা করছে যাতে সবাই মিলেমিশে শান্তিতে থাকতে পারেন।

পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহেদ আরমান, উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুছা সিদ্দিকী, স্থানীয় সমাজসেবক লোকমান চৌধুরী, ইউপি সদস্য আব্দুল কাদের, আবুল কাশেম বাবুল, আনন্দ বিকাশ বড়ুয়া, মো. মোজাহেরসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।