
নিজস্ব প্রতিবেদক :
বুধবার ( ৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (BCSIR) চট্টগ্রাম শাখার কর্মচারী কল্যাণ পরিষদ(ইউনিয়ন) ২০২৫ সালের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে তাসলিমা-হাসিবুল পরিষদ পূর্ণ প্যানেল ছাতা মার্কা বিপুল ভোটে জয়লাভ করে পুরো পরিষদের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে।
নির্বাচনে কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনের মাধ্যমে প্যানেলটি পরিষ্কারভাবে প্রমাণ করেছে যে কর্মীদের আস্থা ও বিশ্বাস নতুন নেতৃত্বের প্রতি দৃঢ়। নির্বাচিত প্রতিনিধিরা এর আগে থেকেই বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম এবং সচেতন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন।
নবনির্বাচিত হলেন যারা, সভাপতি: তাসলিমা আক্তার,সহ-সভাপতি : মোঃ আব্দুল খালেক, সাধারণ সম্পাদক: হাসিবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক : সাজ্জাতুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক: সুমাইয়া আহমেদ আশা, দপ্তর সম্পাদক : আহমেদ নুর রনি, কোষাধ্যক্ষ : মোঃ শফিউল আলম, সদস্য : আছাদুর রহমান (জুয়েল), সদস্য : বুলবুল বিন সহিদ।
বিজয়ের পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি তাসলিমা আক্তার বলেন,এই বিজয় শুধু আমাদের নয়, এটি সকল সহকর্মীর সম্মিলিত জয়। আমরা প্রতিশ্রুতি দিয়েছি, কর্মচারীদের অধিকার, সুযোগ-সুবিধা ও কল্যাণের জন্য কাজ করব এবং আমরা তা অটলভাবে পালন করব। সাধারণ সম্পাদক হাসিবুল আলম বলেন, এই জয় আমাদের দায়িত্ব অনেকগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা আগামী সময় গুলোতে কর্মচারীদের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাব।