
রেজাউল করিম, পেকুয়া(কক্সবাজার) প্রতিনিধি,:
কক্সবাজারের পেকুয়ায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া উপজেলা শাখা। বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে পেকুয়া কলেজগেইট চৌমুহনী পর্যন্ত প্রদক্ষিণ করে।

এর আগে সকাল ১০টায় উপজেলা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হিউম্যান এইড ইন্টারন্যাশনালের পেকুয়া শাখার সভাপতি সাংবাদিক জালাল উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক মনির উদ্দিন নজরুল।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি ইখতিয়ার উদ্দিন সজিব, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম এ মুসা, শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল করিম, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত পান্না ও সদস্য ফখরুদ্দীন রাজি। কোরআন তেলাওয়াত করেন ধর্ম-বিষয়ক সম্পাদক হাসান শরীফ।
এ বছরের প্রতিপাদ্য ছিল “জনবান্ধব রাজনীতির দাবি”। পেকুয়ায় প্রথমবারের মতো বিশ্ব মানবাধিকার দিবস উদযাপনের মধ্য দিয়ে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল পেকুয়া শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বক্তারা বলেন, সমাজে শিশু ও নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, দখলবাজিসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এসব রোধে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে পুরোনো ধারার রাজনীতি পরিহার করে জনবান্ধব রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা।র্যালী ও আলোচনায় বিভিন্ন পেশার মানুষসহ বিপুল সংখ্যক মানবাধিকারকর্মী অংশগ্রহণ করেন।











