অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবারকে সীতাকুণ্ড সমিতির কম্বল বিতরণ

 ফারহান সিদ্দিক সীতাকুণ্ডঃ গত শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ১৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়াতে আজ শনিবার সন্ধ্যায় জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে ২২ পরিবারের মাঝে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ.ম.ম দিলসাদ,সীতাকুণ্ড সমিতি চট্টগ্রাম এর উপদেষ্টা দিদারুল ইসলাম মাহমুদ,মোঃ খোরশেদ আলম, সাবেক সভাপতি ও সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন,সহ-সভাপতি হাজ্বী মোঃ ইউসুফ শাহ্,লায়ন কাজী আলী আকবর জাসেদ ও মনোয়ারুল হক এফসিএমএ,অর্থ সম্পাদক মফিজুর রহমান সাজ্জাদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম দুলু,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুদৌজা প্রমূখ।