
নিজস্ব প্রতিনিধি: সন্দ্বীপের কালাপানিয়ায় গত ২৯জানুয়ারি রাত আনুমানিক ৮ টায় স্থানীয় জগৎ প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে একজন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,আরিফ ওরফে (ভাগিনা আরিফ) দীর্ঘদিন থেকে গাঁজা-ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসায়ে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবিষয়ে সন্দ্বীপ থানার ওসি(তদন্ত) জাকের হোসেন গ্রেফতার ও মামলার বিষয়টি স্বীকার করেন। উল্লেখ্য উড়িরচর-সন্দ্বীপের নৌ-যাতায়াতের অন্যতম ঘাট এই কালাপানিয়া দীঘির কোণা।কিছুদিন পূর্বেও এই এলাকা থেকে গাঁজা নিয়ে যাওয়ার সময় পৌরসভা এলাকায় ২জনকে গ্রেফতার হয়।
পড়েছেনঃ ১০৬