
মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম): প্রতিনিধি কুড়িগ্রামের রৌমারী উপজেলায় সফেন ফাউন্ডেশন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার পক্ষ থেকে অতি নি¤œ আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১১ টার দিকে রৌমারীর জেলা ডাক বাংলায় সফেন ফাউন্ডেশন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. খাঁন আসাদুজ্জামান প্রতিষ্ঠাতা প্রধান অতিথি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহর সভাপত্বিতে ও সাবেক সংসদ সদস্য রুহুল আমিন এমপির অংশ গ্রহণে নি¤œ আয়ের মানুষের মাঝে দুই শতাধীক কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মজনু বার্তা সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার, এম আর ফেরদৌস ও আব্দুল আউয়াল সহকারী অধ্যাপক রৌমারী সরকারী কলেজ, মোজাফ্ধসঢ়;ফর হোসেন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম, প্রভাষক ফরিদ উদ্দিন, শাহ আব্দুল মোমেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধিসহ আরো অনেকে। কম্বল বিতরণ শেষে প্রধান অতিথি ২০০১ সালের ভারত বাংলাদেশ সীমান্ত যুদ্ধ এলাকা বড়াইবাড়ি ও শুল্ক স্টেশন নতুনবন্দর পরিদর্শন শেষে ডাক বাংলায় সান্ধকালিন একটি সাংস্কৃতি অনুষ্ঠানে যোগ দেন।