অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা প্রদান করলেন সীতাকুণ্ড আঃলীগ সভাপতি বাঁকের ভূঁইয়া

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাঁকের ভূঁইয়া আজ রবিবার জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে ২২ পরিবারের মাঝে নগদ টাকা এবং শুকনাে খাবার বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মনির আহমেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সায়েদ মিয়া, মোঃ আলাউদ্দিন, খায়রুল আজম জসিম, এস এম ইউসুফ, সৈয়দ আবদুল মতিন, তারেক সিকদার, খায়রুল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ রিয়াদ জিলান, ইউপি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমর ফারুক সোহেল, মাহবুবুল আলম, সিরাজুল ইসলাম, ওহিদুল আলম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, হারুন অর রশিদ, আলহাজ্ব মীর মোঃ ইউসুফ প্রমুখ।