ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: শুক্রবার রাত তিনটার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে জেলে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এতে ১৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়াতে আজ রবিবার জেলে পাড়ায় অগ্নিকাণ্ডে ২২ পরিবারের মাঝে সীতাকুণ্ড উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুনের ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি, এবং শুকনাে খাবার বিতরন করেন। এসময উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, চেয়ারম্যান মনির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহজাহান, ভারপ্রাপ্ত সেক্রেটারী কাউন্সিলর বদিউল আলম জসিম, যুবলীগ নেতা আসলাম হাবীব, মোঃ ইসমাইল, ইউপি সদস্য খায়রুল হোসেন, ওমর ফারুক সোহেল, মাহবুবুল আলম, সিরাজুল ইসলাম, ওহিদুল আলম চৌধুরী, রোজিনা আক্তারসহ বিভিন্ন নেতৃবৃন্দ।