
ডেস্ক রিপোর্ট: কণ্ঠশিল্পী ফারদিন গানের পাশাপাশি তার রয়েছে অভিনয়ে বেস খ্যাতি, এবার তিনি মডেল হলেন একটি বিজ্ঞাপনে, আর এই বিজ্ঞাপন দিয়ে নতুন বছরের সূচনা করছেন তিনি। তাকে দেখা যাবে বসুমতি মা ও শিশু হাসপাতালের বিজ্ঞাপনের মডেল হিসেবে এতে তার সাথে সহশিল্পী হিসেবে থাকবেন চিত্রনায়িকা “মায়া মিতু”। বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন আমিন সিকদার। বিজ্ঞাপন প্রসঙ্গে ফারদিন বলেন “একজন প্রসূতি মায়ের সিজার না হয়ে নরমাল ডেলিভারি এবং বাচ্চার সুস্থতা নিয়ে মূলত করা” স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে হয়েছে কাজটি। তিনি আরো বলেন ভালো কাজের সঙ্গে থাকতে ভালো লাগে, নতুন বছরে বিশেষ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছি সকলে আমার জন্য দোয়া করবেন।
পড়েছেনঃ ৯১