নরসিংদী প্রতিনিধি : পুলিশ লাইনস্ নরসিংদীতে অফিসার ও ফোর্সের সমন্বয়ে রবিবার ৩০ জানুয়ারি ২০২২ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। পুলিশ সুপার, নরসিংদী তার বক্তব্যে জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সাথে কাজ করার জন্য আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া পুলিশ সপ্তাহ ২০২২ উপলক্ষে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহোদয়ের প্রদত্ত নির্দেশনাবলী পুলিশ সদস্যদের অবহিত করেন। প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যগণ মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের প্রদত্ত নির্দেশনাবলী প্রতিপালনের প্রত্যয় ব্যক্ত করেন। মাস্টার প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন শাহেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নরসিংদী।
পড়েছেনঃ ১০৫