২৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রেস বিজ্ঞপ্তি: র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন সূবর্ণপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০১ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ ১১২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ কাজী মোতালেব (৫০), পিতা- কাজী আব্দুল হালিম, সাং- কৃষ্ণনগর, থানা- সদর দক্ষিন, জেলা- কুমিল্লাকে আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আসামীর নিজ হেফাজতে থাকা ০১ টি বস্তার ভিতরে হতে ২৭ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৪ লক্ষ টাকা।  গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।