সুবর্ণচরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাংচুরঃ আহত-২

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১ নং চর জব্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সময় যতই ঘনিয়ে আসছে ততই সহিংসতা বেড়েই চলছে। আনারস মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ ওমর ফারুকের ইমান আলী বাজার এবং জনতা বাজারে নির্বাচনী অফিস ভাংচুর করার অভিযোগ উঠেছে। হামলায় আহত হয় আনারস প্রার্থীর ২ কর্মিকে পিটিয়ে আহত করে, আহত ভুক্তভোগী উত্তর চর ব্যাগা গ্রামের তাজল হকের পুত্র সমির ও একই গ্রামের জসিম মাঝি ও ছেলে আল আমিন বলেন, আনারসের পোস্টার লাগানোর সময় নৌকা সমর্থীত কর্মিরা পাশ দিয়ে যাওয়ার সময় পোস্টার লাগানো দেখে অতর্কিতভাবে আল অমিন ও সমিরকে মারধর করে আহত করে এবং আনারস এর পোস্টার না লাগাতে হুমকি প্রদান করে ।

(১ ফেব্রুয়ারী মঙ্গলবার) বেলা ১২টায় ১ নং চর জব্বর ইউনিয়নের উত্তর বাগ্যা গ্রামের স্থানীয় জনতা বাজারে এঘটনা ঘটে ভুক্তভোগী ও স্থানীয়রা জানান বলেন, নৌকার সমর্থীত কর্মী নবীর মেম্বারের নেতৃত্বে আলা উদ্দিন, মিলন, ফারুক মাঝি, ইউনুছ, মোসলেম সহ ১৫/২০ জন তাদেও ওপর অতর্কিত হামলা চালায়। সমিরকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় এবং আল আমিন বাসায় চিকিৎসাধীন আছেন। স্থানীয় সুত্রে জানা যায়, তফসিল ঘোষনার পর থেকে প্রায় প্রতিদিনই ওমর ফারুকের আনারস মার্কার সমর্থীত প্রার্থীদের উপর নৌকা মার্কার কর্মিরা হামলা চালাচ্ছেন। একের পর এক এমন হামলার ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে স্থানীয় ভোটেরদের মধ্যে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয়রা । এব্যাপারে আনারস মার্কার প্রার্থী এ্যাড ওমর ফারুক অভিযোগ করে বলেন, নৌকা মার্কার লোকজন আমার কর্মীদেরকে মারদোরতো করে আসছে নৌকার সমর্থীত লোকেরা আমার কর্মীদের প্রানে মেরে পেলার হুমকি দিচ্ছেন আমি এব্যাপারে প্রশাসনের হস্থক্ষেপ কমনা করছি। এদিকে নৌকা মার্কার প্রার্থী তরিকুল ইসলামের মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার কর্মীরা এধরনের কোন ঘটনা ঘটাইনি । চর জব্বার থানার এস আই সালেহ উদ্দিন বলেন ঘটনাস্থল পরির্দশন করেছি, পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঘটনা ঘটে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি ,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।