বাগেরহাটে সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরীতে কর্মশালা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ফেব্রæয়ারী) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্মান সামাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উদ্ভেধন করেন জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান। জেলা পরিষদের সহযোগিতায় , নির্মান সামাজ উন্নয়ন সংস্থার ও সবুজ বাংলা নারী উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্ভেধণী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদ হাচান, উপজেলা নির্বাহী অফিসার মোছাবেরুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ- পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নাজমুন নাহার, সদর মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: সুমিতাই ইয়াসমিন, সমাজসেবা অধিদপ্তরের পিও মো: সোহেল পারভেজ প্রমুখ। এ কর্মশালায় বাগেরহাট পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণীর ৪০জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।