
মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বসত বাড়ির চিপার এক কনা থেকে ৯ ফুট উচ্চতার ডালপালা ছড়ানো দুইটি গাঁজার গাছ উদ্দার করেছে রৌমারী থানা পুলিশ। গত মঙ্গলবার রাত পৌনে ৭ টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের মৃত মহর আলী শেখ এর ছেলে ইকবাল হকের বাড়ি থেকে এ গাঁজার গাঁছ উদ্ধার করা হয়। এবিষয় পুলিশের অবস্থান টের পেয়ে বাড়ির লোকজন পালিয়ে যায়। এব্যাপারে তাদের বিরুদ্ধে পালাতক আসামি করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান অফিসার ইনর্চাজ। রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সেপেক্টর এনামূল হকের নেতৃত্বে ফলুয়ারচর গ্রামের মৃত মহর আলীর ছেলে ইকবাল হোসেনের বাড়ির চিপায় থেকে গাঁজা চাষের গাছ ২টি কর্তণ করে আনা হয়েছে। তবে পলাতকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।