পড়ালেখা -এম.আবু বকর সিদ্দিক

পড়ালেখা
-এম.আবু বকর সিদ্দিক 
হাতে পেলাম নতুন বই
খুশিতে মন তই তই,
নতুন বইয়ে নতুন গন্ধ
ইস্কুল কলেজ হলো বন্ধ।
করোনা আর ওমিক্রণ
ওরা পড়ালেখার দুশমন,
ওদের সাথে দিলাম আড়ি
বেশি বেশি পড়ব বাড়ি।
নতুন গল্প, নতুন ছন্দ
পড়তে লাগে বেশ আনন্দ,
পড়ালেখা করব বেশ
গড়ব সোনার বাংলাদেশ।