ডেস্ক রিপোর্ট: বিজিএমইএ ও সিএন্ডএফ এসোসিয়েশন যৌথভাবে কাজ করবে কোভিড মহামারীর ভয়াভহকালেও দেশের রপ্তানী বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী কঠিন প্রতিদ্বন্ধীতার মধ্যেও দেশের তৈরী পোশাক খাত এর কলেবর বৃদ্ধি পেয়েছে। কিন্তু, কাস্টমস
ও বন্দরের নানাবিধ জটিলতায় রপ্তানীখাতকে অসংখ্য সংকট এর মুখোমুখি হতে হচ্ছে। স্বাভাবিকভাবেই সিএন্ডএফ এজেন্টরা তৈরি পোশাক খাতের পণ্য খালাস ও রপ্তানীতে সরাসরি জড়িত থাকার কারণে এ সংকটের সরাসরি ভুক্তভুগী।
শুল্কায়নে এইচএসকোড সংক্রান্ত অহেতুক জটিলতা, কায়িক পরীক্ষার নামে হয়রানি ইত্যাদি বেড়েই চলেছে।
অফডক এর ব্যয় বেড়ে গেছে দারুণভাবে। কন্টেইনার সংকট পণ্য রপ্তানিতে তীব্র সংকট তৈরী করেছে। বর্তমান সময়ে পণ্য আমদানী-রপ্তানীতে সময় ব্যয় এবং জটিলতার কারণে রপ্তানীর লিড টাইম হ্রাস পেয়েছে। এই সকল সংকট মোকাবেলায় সরকারী নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে সমাধানের জন্য বিজিএমইএ ও সিএন্ডএফ এসোসিয়েশন যৌধভাবে কাজ করবে। আজ আগ্রাবাদ সিএন্ডএফ টাওয়ারস্থ সিএন্ডএফ এসোসিয়েশন কার্যালয়ে বিজিএমইএ ও সিএন্ডএফ এসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসান উপরোক্ত বক্তব্য রাখেন।
সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন এর সভাপতিত্বে এবং প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু) এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ-সভাপতি যথাক্রমে মোঃ শহীদ উলাহ আজিম, খন্দকার রফিকুল ইসলাম, মোঃ নাছির উদ্দিন, রাকিবুল আলম চৌধুরী, সাবেক প্রথম সহ-সভাপতি যথাক্রমে এস. এম. আবু তৈয়ব, নাসির উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, পরিচালক যথাক্রমে আব্দুলাহ- হিল-রাকিব, এ. এম. শফিউল করিম (খোকন), মোঃ হাসান (জ্যাকি), এম. আহসানুল হক, মোঃ মেরাজ-ই-মোস্তফা (কায়সার) এবং সিএন্ডএফ এসোসিয়েশনের প্রথম সহ-সভাপতি ছৈয়দুল মোস্তফা চৌধুরী (রাজু), তৃতীয় সহ-সভাপতি মিচ্ছু সাহা, সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু), দ্বিতীয় যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলাম রাব্বানী (রিগ্যান), কাস্টমস বিষয়ক সম্পাদক উবায়দুল হক আলমগীর, বন্দর বিষয়ক সম্পাদক মোঃ লিয়াকত আলী হাওলাদার। সভায় বিজিএমইএ ও সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন কাস্টমস ও বন্দরের বিভিন্ন জটিলতার প্রতি বিজিএমইএর নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিজিএমইএর নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু) বলেন, তৈরি পোশাক শিল্পের অস্তিত্বের সাথে জাতীয় অর্থনীতি গভীরভাবে সম্পৃক্ত। সুতরাং তৈরি পোশাক খাতের যেকোন সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।