
প্রেস বিজ্ঞপ্তি:চট্টগ্রাম নগরীর ৩১ জামালখানস্থ ‘ক্রাউন ভিস্ধসঢ়;টা’ ফ্ল্যাটে বসবাসরতদের উদ্যোগে গতকাল ৫ ফেব্রæয়ারি শনিবার স্বাস্থ্যবিধি মেনে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ফেব্রæয়ারি শুক্রবার সন্ধ্যায় অধিবাসের মাধ্যমে পূজার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পূজা উপলক্ষে ঐদিন সন্ধ্যায় বিদ্যা দেবীর আরাধনা, ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘ক্রাউন ভিস্ধসঢ়;টা’ বাণী অর্চনা কমিটির সভাপতি অশোক কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রধান রায় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়ার ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ উমানন্দ ব্রহ্মচারী। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত¡বিধ ও গবেষক অধ্যাপক স্বদেশ চক্রবর্তী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা মাস্টার অজিত কুমার শীল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য রনজিত কুমার শীল, বিশিষ্ট সংগীত পরিচালক ও শিল্পী আর.কে চক্রবর্তী জুয়েল। বক্তব্য রাখেন ক্রাউন ভিস্ধসঢ়;টা’র পূজারী জুয়েল দত্ত, দেবরাজ মজুমদার, আদিত্য রায়, অন্তু মিত্র, সৌমিত্র পাল, কীর্তি রাম ধর, অন্তিক দাশ গুপ্ত, অ¤øান চৌধুরী, ঋষি রায়, নবনীত রায়, ধ্রæব রায় চৌধুরী ও অতুল ধর।
সভায় শিক্ষার্থীদের বিদ্যা অর্জনের পাশাপাশি করোনা মহামারী থেকে মুক্তি লাভে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। সবশেষে ধর্মীয় সংগীত পরিবেশন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙ্গুনিয়ার ভূবনেশ্বরী বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ উমানন্দ ব্রহ্মচারী