রৌমারীতে ইউপি সদস্যদের শপথ গ্রহণ

 রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ এর অংশগ্রহনে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরানের সভাপতিত্বে নির্বাচিত ৩৬ জন ইউপি সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, নবনির্বাচিত রৌমারী সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, নবনির্বাচিত শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, নবনির্বাচিত যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরবেশ আলীসহ আরো অনেকে। রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চত্বরে বিকালের দিকে এক অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম শালুর অংশগ্রহনে বর্তমান চেয়ারম্যান এর কাছে ইউনিয়ন পরিষদের সকল দায় দায়িত্ব হস্তান্তর করা হয়। এসময় সকল ইউপি সদস্য, এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত ইউপি সদস্যদের উদ্যেশে উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, জনগন আপনাদের ভোট দিয়েছে তাদের সেবা করার জন্য। তাই জনগনের দোড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহব্বান জানান তিনি।