মধ্যনগরে চামরদানী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর খসরু’র’ দায়িত্ব গ্রহন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর খসরু আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহন করেন। ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ ও ধর্মপাশা উপজেলা নির্বাহীর প্রতিনিধি হিসেবে উপজেলা সমাজসেবা অফিসার গিয়াসউদ্দিন এর উপস্থিতিতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওয়াসিল আহমেদ ক্ষমতা হস্তান্তর করেন, এবং নব নির্বাচিত চেয়ারম্যান আলমগীর খসরু দায়িত্ব গ্রহন করে চেয়ারম্যান এর আসনে বসেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ সরকার, আওয়ামী লীগের অন্যতম নেতা রাধিকা রঞ্জন তালুকদার, হুমায়ুন কবির, আঃ আলী প্রমুখ। নবাগত চেয়ারম্যান ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বক্তব্যে বলেন,আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি তাই ন্যায়বিচার মাদক মুক্ত ডিজিটাল ইউনিয়ন গরতে সার্বিক উন্নয়নে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করি।