ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড :-চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী লিংক রোড সংলগ্ন দুর্গম পাহাড়ি এলাকায় চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় ভাটিয়ারী লিংক রোডে পাহাড়ের ছনহুরা এলাকায় চোলাই মদের ওই কারখানার সন্ধান পায় র্যাব এবং কারখানা আগুনে পড়িয়ে ধংসব্ব করে দেওয়া হয়। এসময় ৪০ হাজার টাকা মূল্যের ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধারসহ ৩ কোটি টাকা মূল্যের মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক নুরুল আবছার। তিনি বলেন, অভিযান চলাকালে বিদ্যুৎ খন্দকার নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কামাল ও মামুন নামে দুইজন পলাতক রয়েছেন। ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিদ্যুৎ খন্দকার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তারা পাহাড়ের গহিনে চোলাই মদ তৈরি করে আসছিল।’
পড়েছেনঃ ৬৮