
মুসকানের তাকবীর
এম.আবু বকর সিদ্দিক
=================
মুসকান তোমার তাকবীর ধ্বনিতে
বিশ্বে লেগেছে তাক,
আল্লাহর উপর ভরসা রেখে
দিলে হায়দারি হাক।
শত পুরুষের প্রত্যুত্তরে
একাই দিলে গর্জন,
তব হুংকারে বিশ্ব মুসলিম
করেছে সাহস অর্জন।
বিশ্বনবীর যোগ্য উম্মত
দুঃসাহসী মুসকান,
তোমায় দেখে উঠুক জেগে
বিশ্ববাসীর ঈমান।
তোমার হাকেই খালিদ, ওমর
আবার আসুক ফিরে,
খোদায়ী শাসন এ বিশ্বকে
আবারও ফেলুক ঘিরে
পড়েছেনঃ ৯৭