
সৌদি আরব প্রতিনিধিঃ প্রবাসীদের প্রেরিত অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে । ক্রমান্বয়ে প্রবাসী আয় বাড়ায় বাংলাদেশ ব্যাংকে সঞ্চিত বৈদেশিক মুদ্রার রিজার্ভ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের অর্থনীতিকে দাঁড় করিয়েছে শক্ত ভিত্তির ওপর । প্রবাসীরা বিদেশে থেকে দেশে আসলে শুনেছি প্রবাসীদের হয়রানি করা হয় আমরা সবাইকে নির্দেশনা দিয়েছি কোথাও যেন প্রবাসীরা হয়রানির শিকার না হন । এ জন্য প্রয়োজনে নজরদারি রাখছি । দেশে তাঁদের সম্পদ বা বাড়িঘর দখল হয়ে যাচ্ছে, এমন অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব , প্রবাসীদের জন্য সিটি মেয়রের দরজা সবসময় খুলা । গতকাল পবিত্র মক্কায় আওয়ামী ফাউন্ডেশন আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন চট্টগ্রামের সিটি মেয়র বীর মুক্তিযুদ্ধা এম রেজাউল করিম চৌধুরী । পবিত্র মক্কায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ গণসংবর্ধনা অনুষ্ঠান হয় ।
আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি বেলাল পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসেদুর রহমান কাসেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি । প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে হুইপ সামশুল হক বলেন , বাংলাদেশের জনগণ যারা প্রবাসে রয়েছেন তারা সব সময় আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন । যেই দেশে থাকেন সেই দেশের এবং আমাদের বাংলাদেশ উভয় দেশেই আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান প্রবাসীরা রাখছে । বৈশ্বিক শ্রম বাজারে কোভিড-১৯ এর নেতিবাচক প্রভাব পড়ায় অনেক অভিবাসী ইতোমধ্যে দেশে প্রত্যাবর্তন করেছেন । বাংলাদেশ সরকার তাদের জন্য স্বল্প সুদে ও সহজ শর্তে ঋণ এবং পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করছে । শেখ হাসিনা সরকার প্রবাসী বান্ধব ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোঃ নাজমুল হক । বিশিষ্ট নারী নেত্রী, সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্ব জিন্নাত সোহানা চৌধুরী, চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবদুন্নবী লেদু, ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মিল্টন, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কায়কোবাদ ওসমানী। উক্ত সভায় বক্তব্য দেন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি শমসের আলম, সহ সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি আমীর হোসেন, মক্কা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি হাসান জসিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আওয়ামী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবদুল খালেক,মক্কা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ আকবর চৌধুরী, মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বিল্লু, জেদ্দা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিটু, চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন , জিটিভি সৌদি আরব প্রতিনিধি সাংবাদিক সেলিম আহমেদ প্রমুখ ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমানে ও মক্কা বঙ্গবন্ধু ক্লাবের সভাপতি রিয়াজ আকবর চৌধুরীর , মক্কা আওয়ামী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন, আবদুল মতিন, শাহজাহান সোলায়মান সহ আরো অনেকেই ।