রৌমারীতে প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা

মাসুদ পারভেজ, রৌমারী (কুড়িগ্রাম): প্রতিনিধি ঘরে ঘরে ভালো জাতের গাভী পেলে, চাষির সংসার ভালো চলে, ঘরে ঘরে ডিম দুধ ও মাংশ মেলে এই প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের রৌমারীতে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফ্রেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে রৌমারী সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ২য় বারের মতো প্রাণীসম্পদ প্রদর্শনী আয়োজন করা হয়। প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)র সহযোগীতায় প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারী সার্জন ডা: স্বপন কুমার সরকার। এসময় আরো যারা উপস্থিত ছিলেন, ডা: এটিএম হাবিবুর রহমান উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, গরু খামারি প্রভাষক আশরাফুল ইসলাম, এম আর সাঈদ তদন্ত ওসি রৌমারী থানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোক্তার হোসেন, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাহিদ বিন হক, গণ উন্নয়ন কেন্দ্র উপজেলা সমন্বয়কারী মনির হোসেন, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনুসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।